ভিভো সার্ভিস ডে ২০২৫ : ৩ দিনে ফ্রি সার্ভিস, ছাড় এবং দ্রুত সমস্যার সমাধান
ভিভো ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! স্মার্টফোনের যত্ন আর সমস্যার সমাধানে ২৪-২৬ জুন ২০২৫ পর্যন্ত দেশজুড়ে শুরু হচ্ছে “ভিভো সার্ভিস ডে”। এই বিশেষ আয়োজনে ভিভো গ্রাহকরা পাবেন ফ্রি সার্ভিস, বিশেষ ছাড় এবং দ্রুত সমস্যার সমাধান।

ফোনের ছোট-বড় সব সমস্যার দ্রুত সমাধান
শিশিরের চাকরির ইন্টারভিউ, ফারহিনের ভাইভার প্রস্তুতি—প্রতিদিন এমন নানা জরুরি মুহূর্তে ভিভোর সার্ভিস সেন্টারই হয়ে উঠেছে অনেকের ভরসার জায়গা। মাইক্রোফোন সমস্যা, ফোন হ্যাং, সফটওয়্যার গ্লিচ বা হার্ডওয়্যার ত্রুটি—সবকিছুর জন্যই রয়েছে ভিভোর দ্রুত এবং দক্ষ সমাধান।
গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিস ও বিশেষ ছাড়
ভিভো সার্ভিস ডে উপলক্ষে থাকছে নানা এক্সক্লুসিভ সুবিধা:
✅ ফ্রি লেবার চার্জ: মেরামতের জন্য কোনো সার্ভিস ফি লাগবে না।
✅ এক্সেসরিজে ১০% ছাড়: চার্জার, কেবল, ইয়ারফোনসহ বিভিন্ন এক্সেসরিজে বিশেষ ছাড়।
✅ ফ্রি সফটওয়্যার আপডেট এবং স্যানিটাইজেশন: ফোন থাকবে ঝকঝকে এবং আপডেটেড।
✅ ফ্রি প্রোটেকটিভ ফিল্ম: স্ক্র্যাচ থেকে রক্ষা পাবে আপনার ফোনের স্ক্রিন।
✅ ১ ঘণ্টার মধ্যে ফ্ল্যাশ রিপেয়ার: নির্দিষ্ট সমস্যার দ্রুত সমাধান।
✅ গেমারদের জন্য বিশেষ গেম সার্ভিস: যারা মোবাইলে বেশি গেম খেলেন, তাদের জন্যও থাকছে বিশেষ সুবিধা।
ভিভো সার্ভিস ডে: আস্থার গল্প, সন্তুষ্টির অভিজ্ঞতা
শুধু ফোন বিক্রি নয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনই ভিভোর প্রধান লক্ষ্য। প্রতিদিন অসংখ্য গ্রাহক তাদের সমস্যার দ্রুত সমাধান পাচ্ছেন ভিভোর অভিজ্ঞ টেকনিশিয়ানদের কাছ থেকে।
কিভাবে ও কোথায় পাবেন এই সেবা
সারাদেশে ছড়িয়ে থাকা ভিভোর ৩০টি অথোরাইজড সার্ভিস সেন্টারে সরাসরি গিয়েই নিতে পারবেন এই সেবা। নিকটস্থ সার্ভিস সেন্টারের ঠিকানা জানতে ভিজিট করুন ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট অথবা কল করুন তাদের হেল্পলাইনে।