স্যামসাং গ্যালাক্সি এ০৬ দাম কত? এখন বাংলাদেশের বাজারে
সুপারফাস্ট কানেক্টিভিটি এবং শক্তিশালী পারফরম্যান্সের নতুন সংযোজন হিসেবে স্যামসাং বাংলাদেশের বাজারে উন্মোচন করল নতুন গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন। গোল্ড, লাইট ব্লু এবং ব্ল্যাক—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে নতুন এ ডিভাইস।
ছবির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করতে গ্যালাক্সি এ০৬-এ দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যার ফলে ব্যবহারকারীরা পাবেন ঝকঝকে এবং প্রাণবন্ত ছবি। এর সাথে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ভিজ্যুয়াল অভিজ্ঞতায় উন্নতি আনতে স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। পাশাপাশি, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যস্ত জীবনে চার্জ নিয়ে উদ্বেগ কমাবে।
পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যা মসৃণ মাল্টিটাস্কিং, স্ট্রিমিং এবং গেমিং নিশ্চিত করে। মেমোরি অপশনের মধ্যে রয়েছে:
- ৪ জিবি র্যাম + ৬৪ জিবি রম
- ৪ জিবি র্যাম + ১২৮ জিবি রম
- ৬ জিবি র্যাম + ১২৮ জিবি রম
সাথেই থাকছে ১ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা।
Read More: পরিবার নিয়ে সুন্দরবন ট্যুর : টিপস, প্ল্যান ও দরকারি পরামর্শ!
নিরাপত্তার দিকেও স্যামসাং দিয়েছে বাড়তি গুরুত্ব। গ্যালাক্সি এ০৬-এ আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইএএল৫+ সার্টিফায়েড নক্স ভল্ট, যা উচ্চমানের সুরক্ষা নিশ্চিত করে।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন,
“সবার জন্য উদ্ভাবনের সুবিধা নিশ্চিত করতে আমরা শক্তিশালী পারফরম্যান্স, দুর্দান্ত ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে গ্যালাক্সি এ০৬ নিয়ে এসেছি। আমরা আশাবাদী, এই স্মার্টফোন বাংলাদেশের তরুণদের স্টাইল ও লাইফস্টাইলের সঙ্গে পুরোপুরি মানিয়ে যাবে।”
Samsung Galaxy A06 Price in Bangladesh
নতুন গ্যালাক্সি এ০৬ স্মার্টফোনটি দেশের স্যামসাং আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯৯ টাকায়।