স্মার্টফোন

৭ বছরে ৩০ কোটি ব্যবহারকারী! রিয়েলমির বড় মাইলফলক

5/5 - (1 vote)

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি মাত্র ৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে। এই তথ্য নিশ্চিত করেছে প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট

রিয়েলমি ২০২১ সালে ১০ কোটি ও ২০২৩ সালে ২০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পেরিয়েছে। এবার ৩০ কোটিতে পৌঁছে তারা আবারও প্রমাণ করল যে ‘মেইক ইট রিয়েল’ স্লোগান ধরে রেখে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে।

৭ বছরে ৩০ কোটি ব্যবহারকারী! রিয়েলমির বড় মাইলফলক
৭ বছরে ৩০ কোটি ব্যবহারকারী! রিয়েলমির বড় মাইলফলক

তরুণদের জন্যই পরিকল্পনা

২০১৮ সালে যাত্রা শুরু থেকেই রিয়েলমি তরুণদের চাহিদা মাথায় রেখে কাজ করছে। গেমিং, ফটোগ্রাফি, আউটডোর এক্টিভিটি—সবকিছুতেই তারা নতুন প্রযুক্তি এনে তরুণ ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে।

রিয়েলমির ফোন লাইনআপে রয়েছে—

  • GT সিরিজ (ফ্ল্যাগশিপ)
  • Number সিরিজ (মিড-রেঞ্জ)
  • C সিরিজ (সাশ্রয়ী)

ফলে বাজেট যাই হোক, তরুণরা নিজেদের উপযোগী স্মার্টফোন খুঁজে পাচ্ছেন।

তরুণদের মনোযোগ ধরে রাখতে রিয়েলমি যুক্ত হয়েছে নানা জনপ্রিয় ব্র্যান্ড ও আইপির সঙ্গে—

  • ভ্রমণ ও লাইফস্টাইল: Lonely Planet
  • অ্যানিমে: Dragon BallNaruto
  • ই-স্পোর্টস: Free Fire

রিয়েলমির কাছে ৩০ কোটি ব্যবহারকারীর মানে ৩০ কোটি ভিন্ন গল্প।

রিয়েলমির গ্লোবাল ফ্যান কমিউনিটিতে ১.৫ কোটির বেশি সদস্য রয়েছে। তারা নিয়মিত নানা অনুষ্ঠান আয়োজন করে ফ্যানদের সঙ্গে যুক্ত থাকে। প্রতিবছর ২৮ আগস্ট ‘828 গ্লোবাল ফ্যান ফেস্টিভাল’-এ নতুন উদ্ভাবন দেখানো হয়।

গতবছর চীনের শেনঝেনে হওয়া ইভেন্টে মাত্র ৪ মিনিটে ফুল চার্জ হয়ে যায় এমন ৩২০ ওয়াট চার্জিং সল্যুশন উন্মোচিত হয়।

Related Articles

Back to top button