প্রযুক্তি সংবাদ

লিংকডইনের এআই লেখার টুল জনপ্রিয় না হওয়ার আসল কারণ কী?

5/5 - (1 vote)

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার যেভাবে বাড়ছে, তার তুলনায় ব্যবসা-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের এআই লেখার ফিচার (রাইটিং অ্যাসিস্ট্যান্ট) খুব একটা সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি লিংকডইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান রোসলানস্কি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। সূত্র: টেকক্রাঞ্চ।

লিংকডইনের এআই লেখার টুল জনপ্রিয় না হওয়ার আসল কারণ কী?
লিংকডইনের এআই লেখার টুল জনপ্রিয় না হওয়ার আসল কারণ কী?

লিংকডইনের এআই লেখার সহায়ক ফিচার: প্রত্যাশা বড়, বাস্তবে হতাশা

রোসলানস্কি বলেন, “আমি ভেবেছিলাম এই ফিচারটি আরও বেশি জনপ্রিয় হবে। কিন্তু বাস্তবে ব্যবহারকারীরা সেভাবে আগ্রহ দেখাননি।” লিংকডইনের লক্ষ্য ছিল ব্যবহারকারীদের পোস্ট লেখার সময় এআই টুল ব্যবহারে আগ্রহী করা। কিন্তু ফলাফল হয়েছে সম্পূর্ণ ভিন্ন।

কেন পেশাদাররা এআই লেখা ব্যবহার করতে ভয় পাচ্ছেন?

লিংকডইন ব্যবহারকারীদের অনেকেই মনে করেন, এখানে প্রতিটি পোস্ট তাদের পেশাগত পরিচিতি ও সম্মান এর প্রতিচ্ছবি। রোসলানস্কির ভাষায়, “একজন ব্যবহারকারী যদি টিকটক বা এক্স (আগের টুইটার)-এ এআই দিয়ে কিছু পোস্ট করেন এবং কেউ তা নিয়ে কটাক্ষ করে, তাতে ব্যক্তিগত ক্ষতি হয় না। কিন্তু লিংকডইনে সমালোচিত হলে সরাসরি চাকরি বা ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

পেশাগত সম্মান হারানোর আশঙ্কা ব্যবহারকারীদের মধ্যে

তিনি আরও বলেন, “লিংকডইন অনেকটা অনলাইন জীবনবৃত্তান্তের (রিজিউমে) মতো।” তাই ব্যবহারকারীরা পোস্টের শব্দচয়ন, ভাব ও সত্যতা নিয়ে অনেক বেশি সচেতন। তারা এমন কিছু পোস্ট করতে চান না, যা দেখলে মনে হতে পারে তা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি।

তবে দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক দক্ষতার চাহিদা

তবে একদিকে এআই লেখার টুল জনপ্রিয়তা না পেলেও, অন্যদিকে এআই-সম্পর্কিত স্কিলের চাহিদা হু-হু করে বাড়ছে। রোসলানস্কির মতে, গত এক বছরে লিংকডইনে এআই-ভিত্তিক দক্ষতার চাহিদা ৬ গুণ বেড়েছে। এছাড়া, ব্যবহারকারীরা প্রোফাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা যোগ করার প্রবণতা বেড়েছে ২০ গুণ।

Related Articles

Back to top button