গুগল দখল করল এআই কোডিং প্রতিভা
বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোডিং উন্নয়নের জন্য স্টার্টআপ উইন্ডসার্ফের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও গবেষকদের নিজেদের ডিপমাইন্ড ইউনিটে নিয়ে এসেছে। এ খবর এমন সময় প্রকাশ হলো যখন ওপেনএআইও উইন্ডসার্ফকে অধিগ্রহণ করার ব্যাপারে আলোচনা করছিলো।

গুগল এই লেনদেনে ২.৪ বিলিয়ন ডলার লিসেন্স ফি প্রদান করেছে, যা দিয়ে উইন্ডসার্ফের প্রযুক্তির কিছু অংশ ‘নন-এক্সক্লুসিভ’ ভিত্তিতে ব্যবহার করতে পারবে। তবে গুগল উইন্ডসার্ফের মালিকানা বা নিয়ন্ত্রণ নিচ্ছে না, জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।
উইন্ডসার্ফের সিইও ভারুণ মোহন, সহ-প্রতিষ্ঠাতা ডগলাস চেন এবং তাদের গবেষণা ও উন্নয়ন দলের কিছু সদস্য গুগলের ডিপ মাইন্ড AI ইউনিটে যোগ দিচ্ছেন। তাঁরা গুগলের জেমিনি প্রকল্পের এজেন্টিক কোডিং উদ্যোগে কাজ করবেন।
রয়টার্সের অনুসারে, গত কয়েক মাস ধরে ওপেনএআই উইন্ডসার্ফকে ৩ বিলিয়ন ডলারে অধিগ্রহণের চেষ্টা চালাচ্ছিল, যা এ খাতে তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত দেয়। AI-ভিত্তিক কোড জেনারেশন বর্তমানে প্রযুক্তি ক্ষেত্রে দ্রুত বর্ধনশীল একটি শাখা।
গুগলের এই ধরণের ‘অ্যাকুইহায়ার’ কৌশল অর্থাৎ কোম্পানির প্রযুক্তি না কিনে কর্মীদের দলে নেওয়ার একটি উদাহরণ। মাইক্রোসফট, অ্যামাজন ও মেটাও একই কৌশল অনুসরণ করে বিভিন্ন স্টার্টআপের প্রতিভা দখল করছে।
যদিও এ ধরনের চুক্তিতে মালিকানা পরিবর্তন না হওয়ায় মার্কিন অ্যান্টিট্রাস্ট আইন অনুযায়ী আনুষ্ঠানিক রিভিউ বাধ্যতামূলক নয়, তবে যদি দেখা যায় এগুলো বাজারে প্রতিযোগিতায় প্রভাব ফেলে, তাহলে তদন্তের মুখে পড়তে পারে।
উইন্ডসার্ফ জানিয়েছে, তাদের প্রায় ২৫০ জন কর্মীর অধিকাংশ কোম্পানিতে থাকবে এবং তারা মূলত বড় এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের জন্য নতুন উদ্ভাবনে কাজ করবে।
গুগল ও মেটার মতো প্রযুক্তি জায়ান্টরা এই সময়ে AI-ভিত্তিক কোডিং, চ্যাটবট এবং এজেন্ট-ভিত্তিক প্রযুক্তির বিকাশে ব্যাপক বিনিয়োগ করছে। তারা কোটি কোটি ডলারে শীর্ষ AI প্রতিভাদের নিজেদের দলে নিয়ে আগামী দিনের AI উদ্ভাবনে নেতৃত্ব দিতে চাইছে।
বিশ্লেষকরা মনে করেন, এসব লেনদেন শুধু নতুন প্রযুক্তি নয়, মূল প্রতিভাকেও অধিগ্রহণের মাধ্যমে প্রযুক্তির ভবিষ্যত নির্ধারণ করবে।