স্মার্টফোন

বাংলাদেশে টেকনোর নতুন চমক : স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো উন্মোচিত

5/5 - (1 vote)

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করলো টেকনোর স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০ প্রো। ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার’ স্লোগানের সঙ্গে বাজারে আসা এই দুটি স্মার্টফোন প্রযুক্তিপ্রেমীদের কাছে নিছক ফোন নয়, বরং স্টাইল, পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে।

স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো
স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো

স্পার্ক ৪০ প্রো মডেলটি প্রথম দেখায়ই নজর কাড়বে এর মাত্র ৬.৬৯ মিলিমিটার স্লিম বডির কারণে। তবে স্লিম বডি হলেও এটি যথেষ্ট টেকসই, কারণ এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, যা ফোনকে দৈনন্দিন ব্যবহারের ধাক্কাধাক্কি ও স্ক্র্যাচ থেকে সুরক্ষা দেবে। রয়েছে আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা ফোনটিকে পানি ও ধুলা থেকে সুরক্ষিত রাখবে। ফলে স্মার্টফোনটি হয়ে উঠবে একজন ইউজারের দৈনন্দিন জীবনের নির্ভরযোগ্য সঙ্গী।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য স্পার্ক ৪০ প্রো-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। ছবিগুলোর প্রাণবন্ত রঙ ও নিখুঁত ডিটেইল নিশ্চিত করতে ফোনটিতে দেওয়া হয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এমনকি সূর্যের আলোয় দাঁড়িয়েও পরিস্কার ডিসপ্লে দেখা যাবে। বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে যুক্ত করা হয়েছে ডলবি অ্যাটমোস ডুয়েল স্টেরিও স্পিকার, যা গেমিং কিংবা ভিডিও দেখার সময় দেবে এক অনন্য শব্দের অভিজ্ঞতা।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে রয়েছে Helio G100 প্রসেসর, সঙ্গে ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড) এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফলে গেমিং হোক কিংবা মাল্টিটাস্কিং—সবক্ষেত্রেই স্মার্টফোনটি দিবে স্মুথ পারফরম্যান্স।

স্পার্ক ৪০ প্রো-এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ফ্রি লিঙ্ক প্রযুক্তি। নেটওয়ার্ক কাভারেজ না থাকলেও জরুরি সময়ে ফোন কল বা মেসেজ পাঠানোর সুবিধা দেবে এই প্রযুক্তি। এর সঙ্গে রয়েছে এআই-ভিত্তিক ফিচার যেমন AI Eraser, AI Translate, AI Portrait ও AI Writing, যা ছবি এডিটিং থেকে শুরু করে কনটেন্ট তৈরি এবং ভাষা অনুবাদকে সহজ করে তুলবে।

ব্যাটারি নিয়েও কোনো ভাবনা নেই। ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং। ফলে দীর্ঘক্ষণ ব্যবহার করেও ফোন চার্জ দেওয়া নিয়ে চিন্তা করতে হবে না।

অন্যদিকে, স্পার্ক ৪০ মডেলটি তুলনামূলকভাবে সাধ্যের মধ্যে থাকা স্মার্টফোন হলেও রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও Helio G81 প্রসেসর—সব মিলিয়ে এটি মিড-রেঞ্জের ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী স্মার্টফোন।

দুটি মডেলেই রয়েছে স্মার্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন ফিচার ‘LinkBooming V1.0’, যা দুর্বল নেটওয়ার্কেও ভালো কানেক্টিভিটি নিশ্চিত করবে।

সব মিলিয়ে বলা যায়, টেকনোর নতুন স্পার্ক ৪০ সিরিজ স্মার্টফোনের জগতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে নকশা ও ব্যবহারযোগ্যতার অনন্য সমন্বয়ে এই সিরিজ হয়ে উঠতে পারে নতুন প্রজন্মের স্টাইল ও পারফরম্যান্সের নির্ভরযোগ্য সঙ্গী।

Related Articles

Back to top button