অ্যাপলের আধিপত্য, শীর্ষ ১০-এ একাই ৫টি মডেল
বিশ্ববাজারে স্মার্টফোনের দাপটে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল অ্যাপল। ২০২৫ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন মডেলগুলোর মধ্যে পাঁচটিই আইফোন। এর মধ্যে আইফোন ১৬ ছিল সর্বাধিক বিক্রিত মডেল।
এই তথ্য উঠে এসেছে বাজার বিশ্লেষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর সাম্প্রতিক এক রিপোর্টে।

কোন কোন আইফোন মডেল শীর্ষে?
তালিকার এক নম্বরে আছে আইফোন ১৬, যা একধরনের স্ট্যান্ডার্ড মডেল — প্রো বা প্রো ম্যাক্স নয়। এটি দেখায়, সাধারণ মডেলগুলোর প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়ছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আইফোন ১৬ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো। অ্যাপলের এই তিনটি মডেল মিলে বৈশ্বিক বাজারে প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।
বিশেষ করে জাপান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে আইফোন ১৬ মডেলটি ব্যাপক সাড়া ফেলেছে।
অ্যাপলের সঙ্গে তালিকায় কারা?
আইফোনের পর সবচেয়ে উল্লেখযোগ্য অবস্থানে আছে স্যামসাং। তাদের চারটি মডেল জায়গা করে নিয়েছে শীর্ষ দশে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল Galaxy A16 5G, যা তালিকায় পঞ্চম স্থান দখল করেছে। আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ Galaxy S25 Ultra অবস্থান করছে সপ্তম স্থানে।
এই তথ্যগুলো প্রমাণ করে যে, প্রিমিয়াম ফোনের পাশাপাশি বাজেট সেগমেন্ট-এর ফোনগুলোর চাহিদাও বেড়েছে।
শাওমির চমক
স্যামসাং ও অ্যাপলের বাইরে শাওমি-ই একমাত্র চীনা ব্র্যান্ড, যারা শীর্ষ ১০-এর তালিকায় জায়গা করে নিতে পেরেছে। তাদের Redmi 14C মডেলটি বিক্রির দিক থেকে অষ্টম স্থানে রয়েছে। এই ফোনটি জনপ্রিয়তা পেয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার বাজারে।
চীনে অ্যাপলের বিক্রি কমলো কেন?
বিশেষজ্ঞরা বলছেন, চীনের বাজারে আইফোন ১৬ প্রো-র বিক্রি কিছুটা কম ছিল। কারণ হিসেবে তারা উল্লেখ করছেন,
- স্থানীয়ভাবে হুয়াওয়ের মতো ব্র্যান্ডের চাপে পড়া,
- ৬ হাজার ইউয়ানের নিচে দামে সরকারিভাবে সাবসিডি দেওয়া ফোনের জনপ্রিয়তা।
তবে বৈশ্বিকভাবে এসব চ্যালেঞ্জ খুব একটা প্রভাব ফেলেনি।
ভবিষ্যতের বাজার কেমন হতে পারে?
কাউন্টারপয়েন্ট রিসার্চ মনে করছে, সামনের প্রান্তিকগুলোতেও শীর্ষ দশে থাকা ফোনগুলোর বিক্রয়প্রবণতা বজায় থাকবে। এর কারণ:
- ভোক্তারা এখন আরও বেশি ফিচার সমৃদ্ধ প্রিমিয়াম ফোনের প্রতি আগ্রহী,
- ব্র্যান্ডগুলোও এখন সেই দিকেই নজর দিচ্ছে।
২০২৫ সালের প্রথম তিন মাসের স্মার্টফোন বাজার বিশ্লেষণ বলছে— অ্যাপল এখনও শীর্ষে, স্যামসাং রয়েছে প্রতিদ্বন্দ্বিতায়, আর শাওমি উদীয়মান বাজারে লড়ছে শক্তভাবে। বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীরা এখন শুধু দামের দিক নয়, ফিচার, স্থায়িত্ব ও ইউজার এক্সপেরিয়েন্স-এর দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ফলে আগামী দিনে প্রযুক্তির এই দুনিয়ায় প্রিমিয়াম ফোনের চাহিদা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।