সাড়া ফেলেছে ভিভো ওয়াই৪০০ : আন্ডারওয়াটার ফটোগ্রাফিতে ট্রেন্ডসেটার
ভিভোর নতুন স্মার্টফোন Y400 বাজারে আসার পর থেকেই তরুণদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ৬ আগস্ট থেকে শুরু হওয়া প্রথম দিনের বিক্রিতেই অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ফোনটির আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রেন্ডিং কনটেন্টের জোয়ার।
প্রি-অর্ডার পর্যায় থেকেই ছিল চোখে পড়ার মতো আগ্রহ। অনেকে আগেই বুকিং নিশ্চিত করেছেন, আবার কেউ কেউ দোকানে গিয়ে সরাসরি কিনছেন। দেশের যেকোনো ভিভো অথোরাইজড শোরুম এবং অফিসিয়াল ই-স্টোর থেকে ফোনটি এখন পাওয়া যাচ্ছে।

পানির নিচে ছবিও পরিষ্কার!
ভিভো Y400 তরুণ অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য তৈরি। এর IP68 ও IP69 রেটিং থাকায় ফোনটি ২ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত সচল থাকে। আন্ডারওয়াটার মোডে কোনো প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই ক্লিয়ার ও পারফেক্ট শট পাওয়া যাচ্ছে। এছাড়াও, One-tap Water Ejection ফিচার থাকায় এক টাচেই ফোনের ভেতরে জমে থাকা পানি বেরিয়ে যায়—যা অনেকের জন্য নতুন এক অভিজ্ঞতা।
ফার্স্ট সেল অফারে বিশেষ উপহার
১২ আগস্ট পর্যন্ত Y400-এর ফার্স্ট সেলে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় অফার:
- মানা বে টিকেট কুপন: একটি কিনলেই একটি টিকেট ফ্রি
- ৬ মাসের ফ্রি ওয়াটার ড্যামেজ সার্ভিস ইনস্যুরেন্স
- লাইফটাইম অফার: ফোনের সঙ্গে রিরো S80 পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল
- মোমো কিস্তি সুবিধা: মাত্র ৮,৪০০ টাকা ডাউনপেমেন্টেই কেনা যাচ্ছে
ডিজাইন ও ডিসপ্লেতে নজরকাড়া
- ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে (১২০ হার্জ রিফ্রেশ রেট)
- বেজেললেস ভিউ, ব্রাইট ও স্মুথ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স
- ফ্ল্যাট-ফ্রেম ইউনিবডি ডিজাইন, ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট রঙে
- ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জিং
- মিলিটারি গ্রেড সার্টিফিকেশন—শক্তপোক্ত অথচ কম্প্যাক্ট
লাইফস্টাইল ও অ্যাডভেঞ্চারের পারফেক্ট সঙ্গী
অ্যাডভেঞ্চারপ্রেমী তরুণদের মধ্যে এখন Y400 হয়ে উঠেছে রাফ-অ্যান্ড-টাফ লাইফস্টাইলের প্রতীক। সোশ্যাল মিডিয়ায় ভিভো Y400-কে ঘিরে তৈরি হচ্ছে ট্রেন্ডি ভিডিও, আন্ডারওয়াটার সেলফি ও নতুন নতুন কনটেন্ট।