ছবি দিলেই ইউটিউব বানিয়ে দেবে সিনেমার মতো ভিডিও!
ভাবুন তো, একটি মাত্র ছবি দিলেন, আর সেটা কয়েক সেকেন্ডে রূপ নিল একটি মুভিং ভিডিওতে—একদম সিনেমার মতো! হ্যাঁ, ইউটিউব শর্টসের নতুন এআই টুল “Image-to-Video” ঠিক এই কাজটিই করে দেবে। ভিডিও এডিটিংয়ের ঝামেলা ভুলে গিয়ে এখন থেকে কেবল একটি ছবিতেই বানিয়ে ফেলতে পারবেন প্রাণবন্ত শর্ট ভিডিও।

কীভাবে কাজ করে এই AI টুল?
আপনার ফোনের গ্যালারি থেকে একটি ছবি বেছে নিলেই ইউটিউব এআই সেটিকে বিশ্লেষণ করে কিছু মজার ও সৃজনশীল ভিডিও সাজেশন দেখাবে। আপনি চাইলে সেগুলোর যেকোনো একটি বেছে নিতে পারবেন। ছবিটি তখন হয়ে যাবে একটি ৬ সেকেন্ডের ছোট্ট শর্টস ভিডিও — তাতে থাকবে জুম ইন/আউট, পটভূমি বদলানো, অ্যানিমেশন এবং আরো নানা রকম গতিশীলতা।
উদাহরণ দিয়ে বুঝি
ধরুন আপনি তুলেছেন একটি ট্রাফিক সিগনালের ছবি। ইউটিউব এআই সেটিকে এমনভাবে অ্যানিমেট করবে যেন সেই সিগনালের মানুষটি নাচছে বা হাঁটছে! কিংবা কোনো পার্কের ছবি দিলে সেটা হয়ে যাবে এমন একটি ভিডিও যেখানে গাছের পাতা নড়ছে, শিশুরা খেলছে, আর সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে।
ছবিকে বানিয়ে ফেলুন শিল্পকর্ম!
শুধু স্ট্যাটিক ফটো নয়—আপনি যদি একটা সাদামাটা ডুডল আঁকেন বা একটি সেলফি তোলেন, ইউটিউব শর্টসের AI সেটিকে রূপান্তর করে ফেলবে আকর্ষণীয় ও ফ্যান্টাসি স্টাইলের ভিডিওতে। যেমন: আপনি ভাসছেন পানিতে, বা নাচছেন মেঘের ওপর, কিংবা হেঁটে যাচ্ছেন মহাকাশে!
এখন কোথায় ব্যবহার করা যাচ্ছে?
এই এআই ফিচারটি আপাতত চালু হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ইউটিউব জানিয়েছে, খুব শিগগিরই এটি অন্যান্য দেশেও আসবে।
নতুনদের জন্য উপহার: AI Playground
নতুন ইউটিউবারদের জন্য ইউটিউব নিয়ে এসেছে “AI Playground”। এখানে আপনি পাবেন—
- জেনারেটিভ ভিডিও বানানোর সহজ টুল
- রেডিমেড ভিডিও প্রম্পট
- সহজ নির্দেশনা ও উদাহরণ
- টিপস ও ট্রেন্ডিং আইডিয়া
আসছে ভিডিওর পাশাপাশি অডিওও!
ইউটিউবের পরবর্তী ভিডিও জেনারেটর মডেল “Veo 3” শুধু ভিডিও নয়, একইসঙ্গে মানানসই অডিওও তৈরি করতে পারবে। এই ফিচারটিও ২০২৫ সালের মধ্যেই শর্টসে যোগ হবে বলে জানানো হয়েছে।
কোথায় পাবেন ফিচারটি?
শর্টস ক্যামেরার ভেতরে গিয়ে Effects > AI অপশনে গেলেই দেখতে পাবেন এই AI Video Maker, Image-to-Video, এবং ডুডল টু আর্ট ফিচারগুলো।
কেন ব্যবহার করবেন?
- ভিডিও এডিটিংয়ের সময় বাঁচবে
- কল্পনার ভিডিও বানানো যাবে মাত্র এক ক্লিকে
- নতুন ইউটিউব ক্রিয়েটরদের জন্য চমৎকার সুযোগ
এখন শুধু একটা ছবি তুলে ফেলুন, ইউটিউবে দিন—আর দেখুন কেমন জাদুর মতো তৈরি হয়ে যায় আপনার ভিডিও!