বাংলাদেশের বাজারে অপো ফাইন্ড এন৫ : ফোল্ডেবল ফোনে নতুন বিপ্লব
বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের সর্বাধুনিক ফোল্ডেবল স্মার্টফোন অপো ফাইন্ড এন৫। বিশ্বের সবচেয়ে পাতলা বুক-স্টাইল ফোল্ডেবল ফোন হিসেবে স্বীকৃত ডিভাইসটি এখন থেকে ঢাকার নির্ধারিত শোরুমগুলোতে সরাসরি দেখা যাবে।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের অপো পার্কে গিয়ে ক্রেতারা ফোনটির ডিজাইন, প্রযুক্তি এবং ফিচার সম্পর্কে ধারণা নিতে পারবেন।

ফাইন্ড এন৫ : প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়
৪.২১ মিমি স্লিম আনফোল্ড ডিজাইন, টাইটানিয়াম অ্যালয় হিঞ্জ, ও ৮.১২ ইঞ্চি এলটিপিও ডিসপ্লে নিয়ে ফাইন্ড এন৫ নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনের মাপকাঠি স্থাপন করেছে। ১২০ হার্জ রিফ্রেশ রেট ও আলট্রা-থিন ন্যানোক্রিস্টাল গ্লাসের ফলে যেকোনো কাজে স্ক্রিনের ব্যবহার হবে ঝকঝকে ও চোখের জন্য আরামদায়ক।
নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের জন্য রয়েছে:
- ১৬ জিবি র্যাম
- ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ
- স্ন্যাপড্রাগন ৮ এলিট প্ল্যাটফর্ম প্রসেসর
এই ফোন দিয়ে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং কিংবা গেমিং—সব কিছুই হবে অনায়াস ও সাবলীল।
ট্রিপল ক্যামেরায় পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা
হ্যাসেলব্লাডের সঙ্গে কো-ডেভেলপড ক্যামেরা সেটআপ থাকায় ফাইন্ড এন৫ স্মার্টফোনটি হবে প্রতিটি ফটোগ্রাফারের পছন্দের সঙ্গী। এতে রয়েছে—
- ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স
- ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স
- ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স
এআই-সমৃদ্ধ ফিচারের মাধ্যমে যেকোনো আলোতেও নিখুঁত ও পেশাদার মানের ছবি তোলা যাবে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দ্রুত চার্জিংয়ের সুবিধা
৫৬০০mAh ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সুবিধার মাধ্যমে ফাইন্ড এন৫ স্মার্টফোনটি দিনভর চলবে। কাজ কিংবা বিনোদন—দু’টোতেই পাওয়া যাবে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা।
স্মার্টফোন নয়, পকেটের মধ্যে একটি পাওয়ারহাউজ
নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটর ও টেকপ্রেমীদের জন্য অপো ফাইন্ড এন৫ কেবল একটি ফোন নয়, বরং এটি তাদের সৃজনশীলতা ও কর্মক্ষমতার সেরা ডিজিটাল সহচর।