প্রযুক্তি সংবাদ

ফেসবুক গ্রুপে হঠাৎ নিষেধাজ্ঞা : প্রযুক্তিগত ত্রুটির দায় স্বীকার করলো মেটা

5/5 - (1 vote)

ফেসবুক গ্রুপ ব্যবহারকারীদের জন্য বিপর্যয়কর এক ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে হাজার হাজার গ্রুপ হঠাৎ নিষিদ্ধ (ব্যান) হয়ে গেছে। গ্রুপ অ্যাডমিন ও সদস্যরা বিষয়টি জানতে পেরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

ফেসবুক গ্রুপে হঠাৎ নিষেধাজ্ঞা
ফেসবুক গ্রুপে হঠাৎ নিষেধাজ্ঞা

হাজারো গ্রুপ বন্ধ, ব্যবহারকারীদের ক্ষোভ

সাশ্রয়ী কেনাকাটার টিপস, অভিভাবক সহায়তা, পোষা প্রাণীর যত্ন, গেমিং এমনকি পোকেমনভিত্তিক গ্রুপ—সব ধরনের গ্রুপেই এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে। অনেক ছোট থেকে শুরু করে লাখ সদস্যবিশিষ্ট গ্রুপও আক্রান্ত হয়েছে।

সন্ত্রাস ও অশ্লীলতার অভিযোগ: অ্যাডমিনদের দাবি বিভ্রান্তিকর সিদ্ধান্ত

গ্রুপ অ্যাডমিনদের অভিযোগ, মেটা অযৌক্তিকভাবে তাদের গ্রুপগুলোকে ‘সন্ত্রাস’ বা ‘অশ্লীল কনটেন্ট শেয়ারের’ অভিযোগে নিষিদ্ধ করেছে।

কেউ কেউ জানিয়েছেন, এমনকি শুধু পাখির ছবি শেয়ার করা গ্রুপেও ‘অশ্লীলতার’ অভিযোগ এনে নিষিদ্ধ করা হয়েছে।

মেটার ব্যাখ্যা: প্রযুক্তিগত ত্রুটি, দ্রুত সমাধানের আশ্বাস

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বিবৃতিতে জানিয়েছেন,

“আমরা সমস্যাটি চিহ্নিত করেছি এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

তবে এখনো ঠিক কী কারণে এই ত্রুটি ঘটলো বা কখন সমস্যার সম্পূর্ণ সমাধান হবে, তা স্পষ্টভাবে জানায়নি মেটা।

অনলাইন প্রতিবাদ, পিটিশন ও আইনি পদক্ষেপের প্রস্তুতি

এ ঘটনায় ইতিমধ্যেই রেডিটসহ বিভিন্ন ফোরামে ব্যবহারকারীরা ক্ষোভ উগরে দিচ্ছেন। অনেকেই অনলাইন পিটিশন চালু করেছেন, যেখানে ১২ হাজারের বেশি মানুষ সই করেছেন। কেউ কেউ আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন

এদিকে, কিছু মেটা ভেরিফায়েড ব্যবহারকারী আংশিক সমাধান পেলেও বেশিরভাগ গ্রুপ অ্যাডমিন তাদের গ্রুপ ফিরে পাননি

Related Articles

Back to top button